ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে ইউপি মেম্বার আটক

৮ এপ্রিল, ২০২০ ১৭:৫২  
কিশোরগঞ্জের মিঠামইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনা ভাইরাস, প্রধানমন্ত্রী ও বিভিন্ন বাহিনী সম্পর্কে মিথ্যা ও বিভ্রান্তিকর গুজব ছড়ানোর অভিযোগে ঢাকি ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের মেম্বার রিপন মিয়াকে (৩৫) আটক করেছে র‌্যাব। মঙ্গলবার রাত দেড়টার দিকে ঢাকি বাজার এলাকায় র‌্যাব-১৪, সিপিসি-২ এর একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়। এ ফোন সেটে রিপুল মেম্বার নামে ফেসবুক আইডি ব্যবহার করে তিনি অপপ্রচার চালিয়ে যাচ্ছিলেন।